Image description
 

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আইমান (১০) নামে অগ্নিদগ্ধ আরও এক শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়ালো।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্সিভ ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 তিনি জানিয়েছেন, আইমান নামে অগ্নিদগ্ধ এক শিশুর এইচডিইউতে মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৪ জন ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একজনের মৃত্যু হলো।

 গত সোমবার বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অন্তত ৫০ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতাহতদের বেশিরভাগই শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রছাত্রী।