
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে আটজনের অবস্থা ‘সংকটাপন্ন’ বলছেন চিকিৎসকেরা। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থা ৮, গুরুতর অবস্থা ১৩ ও বাকি ২৩ জন মধ্যবর্তী পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের এখানে শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান- পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।
তিনি বলেন, বোর্ড মিটিংয়ের মাধ্যমে আহতদের নতুন করে ক্যাটাগরি করা হয়েছে। সিংগাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আমরা বসেছিলাম। তিনি আমাদের সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে কোনো কথা বলেননি। আমরা রোগী নিয়ে যে আলোচনা করেছি, উনি আমাদের সঙ্গে কিছু মতামত দিয়েছেন। তার মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি অনুযায়ী ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি। বার্নের ম্যানেজমেন্ট একটি ডায়নামিক প্রক্রিয়া, এটি প্রতি ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তিত হয়। আমরা ১২ ঘণ্টা অন্তর অন্তর সিনিয়ররা রোগীদের ব্যাপারে বোর্ড মিটিংয়ে বসবো, সেখানে সিদ্ধান্ত অনুযায়ী তাদের চিকিৎসা সেবা দেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, শিশু এবং বৃদ্ধরা বেশি বার্নেবল থাকে। আমরা শিশুদের সবসময় নিয়মিতভাবে চিকিৎসা করে থাকি। আমরা ওই পয়েন্টগুলো ধরেই তাদের চিকিৎসা করছি। তবে রোগীদের যে কন্ডিশন, তাতে তাদের এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে যারা ভর্তি আছে, তারা যেকোনো সময় খারাপ হতে পারে আবার ইমপ্রুভও করতে পারে বলে জানান- তিনি।
বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসক টিম
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় চিকিৎসক টিম। এক ডাক্তার ও দু‘জন নার্স গতকাল সকালে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইসস্টিটিউটে প্রবেশ করেছেন। এর আগে চিকিৎসাধীন দগ্ধদের চিকিৎসা দেয়ার জন্য তারা মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে আসেন। পরে বিমানবন্দর থেকে নেমে একটি হোটেলে রাত্রিযাপন করেন। জানা গেছে, এক ডাক্তার ও দুই নার্স সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে প্রবেশ করেন ও পরে একটি কক্ষে বসেন। এরপর ডাক্তারদের সঙ্গে কথা বলেন। রোগীদের সর্বশেষ পরিস্থিতি কী এসব বিষয়ে তাদের বার্ন ইউনিটের চিকিৎসকরা তাদের ধারণা দেন। এখন তারা বার্র্ন ইউনিটের চিকিৎসাধীন রোগীদের দেখছেন। বিকাল তিনটার দিকে রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে পরে তারা কথা বলবেন।