
গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা দুই শর আশপাশে। হতাহতদের অধিকাংশই শিশু এবং তারা শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থী। মর্মান্তিক এ ঘটনার ৫ দিন পর আগামী রবিবার (২৭ জুলাই) থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণির কার্যক্রম।
আজ বুধবার (২৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল (এডমিন) মোহাম্মদ মাসুদ আলম। তিনি বলেন, আগামী রবিবার থেকে এই ৪ শ্রেণির ক্লাস শুরু হবে। পরবর্তীতে অন্যান্য শ্রেণির কার্যক্রম শুরু হবে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) এ নিয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।
গত সোমবার কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া তালিকার তথ্যমতে, এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন আহত আর প্রাণ হারিয়েছেন ২৯ জন। অন্যদিকে মঙ্গলবার (২২ জুলাই) বেলা দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ ঘটনায় নিহতের সংখ্যা ৩১ ও আহত হয়েছেন ১৬৫ জন।
তবে প্রথম দিন থেকেই সেখানে হতাহতের সংখ্যা নিয়ে নানা আলোচনা রয়েছে। ফেসবুকে অনেকেই এ সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় হতাহতের সঠিক নাম ও নির্ভুল তালিকা প্রকাশ, ক্ষতিপূরণসহ ছয় দাবিতে মঙ্গলবার দিনভর স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। তারাও হতাহতের সরকারি সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে। যদিও অধিকাংশ সূত্র বলছে, এ ঘটনার হতাহতের সংখ্যা দুই শর আশপাশে।