Image description
 

ভারত থেকে আগত চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছেছে। ঢাকার ভারতীয় হাইকমিশন সুত্র জানিয়েছে, দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদারজং হাসপাতালের এই বিশেষজ্ঞ চিকিৎসকরা বার্ন চিকিৎসায় অভিজ্ঞ। তারা দ্রুতই রোগীদের চিকিৎসা কার্যক্রমে যুক্ত হবেন।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশে দগ্ধদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা শীর্ষক সংবাদ বিবৃতিতে ভারতের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের ২১ জুলাই ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

বিশেষজ্ঞ চিকিৎসক দল দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা ও বিশেষায়িত সেবার সুপারিশ করবেন। প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে পরে অতিরিক্ত চিকিৎসক দলও পাঠানো হতে পারে।