
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের বাবার হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে উঠেছিল রাজশাহীর আকাশ।
মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা স্টেডিয়ামে জানাজা নামাজের আগে ডুকরে কেঁদে উঠেন তৌকিরের বাবা তহুরুল ইসলাম। কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি সেই হতভাগ্য পিতা, যে নিজের সন্তানের লাশ কাঁধে তুলেছি।”
তিনি তৌকিরসহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের জন্য দোয়া প্রার্থনা করেন উপস্থিত জনতার কাছে।
এর আগে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে পাইলট তৌকিরের লাশ রাজশাহী নগরীর উপশহরের ভাড়া বাসার সামনে নিয়ে আসা হয়। সেখানে স্বজনদের আহাজারিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেউ স্মৃতিচারণ করছিলেন তৌকিরের শৈশব, কেউবা থেমে থেমে বিলাপ করছিলেন তার অসমাপ্ত স্বপ্নের জন্য।
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়নের পর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট তৌকির ইসলামসহ অন্তত ৩১ জন প্রাণ হারান।
ঢাকায় প্রথম জানাজা শেষে মঙ্গলবার তার মরদেহ রাজশাহীতে আনা হয়। বিকেলে রাজশাহী জেলা স্টেডিয়ামে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে নগরীর সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয়।