Image description
 

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে পাঠানো চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা। দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র‘ পাঠানো হবে হবে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনাকে ফেরানোর জন্য পাঠানো চিঠি ভারতের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। এখন বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষা করছে।’

ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে রফিকুল আলম জানান, ‘যদি কারও পাসপোর্ট বাতিল করা হয়, তাহলে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য দেশকে জানিয়ে দেয়। পাসপোর্ট বাতিল হলে ভিসা ইস্যু করা সম্ভব নয়।’মুখপাত্র জানান, আগামী ২০-২৪ জানুয়ারি প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সেখানে তিনি চীনা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

তিনি বলেন, চলতি বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর শুভ সূচনা হচ্ছে। এ উপলক্ষে উপদেষ্টার চীন সফর খুব গুরুত্বপূর্ণ।চীন সফরকালে উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকে কৃষি, শিক্ষা, বাণিজ্য, রোহিঙ্গা ইস্যুর অগ্রগতি পর্যালোচনা হবে বলে জানান তিনি।তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ২৫ বিলিয়ন ডলার। যদিও এই বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। উপদেষ্টার সফরে বাণিজ্যের ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রদানের বিষয়ে তিনি জানান, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। ইতোমধ্যে ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছে। তার মধ্যে দুজন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।’

(ঢাকাটাইমস