Image description

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুজন মারা গেল। এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ইউনিটে মোট চারজন মারা গেল। ভর্তি রয়েছে ৪৪ জন।

আজ সোমবার (২১ জুলাই) রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, রাতে আরও দুজন মারা গেছে। তারা হলো শিক্ষার্থী আফনান ফাইয়াজ (১৪) ও শিক্ষিকা মাহরিন (৪৬)।

শাওন বলেন, আফনানের শরীরের ৯৫ শতাংশ ও মাহরিনের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। দুপুরে ইনস্টিটিউটের জরুরি বিভাগে মারা যায় অষ্টম শ্রেণির আরেক শিক্ষার্থী তানভীর আহমেদ (১৪)।

এ ছাড়া ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশীদ বলেন, রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইউনিটে মোট চারজন রোগী আসে। এর মধ্যে জুনায়েত হাসান (১১) জরুরি বিভাগে মারা যায়। তিনজন রোগী ভর্তি রয়েছে।

মৃত জুনায়েত হাসানের নানা মোসলেম উদ্দিন মোল্লা জানান, তাঁদের বাসা তুরাগ নয়ানগর এলাকায়। জুনায়েত মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম আসলাম মিয়া। জুনায়েতের বড় ভাই আরবী হাসান একই স্কুলে পড়ে। তবে সে সুস্থ আছে।

মৃত তানভীরের বাড়ি তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায়। বাবার নাম রুবেল মিয়া। সে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।