
Nur Habiba Anannya( নুর হাবিবা আন্নানিয়া)
একটা রাস্তা - লক্ষাধিক মানুষের সমাগম- জামাত মহাসমাবেশ এবং একলা আমি..!!
ঘড়ির কাঁটায় বিকাল চারটা পেরিয়ে গেছে, যোহরের ওয়াক্ত শেষের পথে! আমাকে এর মধ্যে শাহবাগ থেকে সেগুনবাগিচা পৌঁছাতে হবে, ছোটো একটা শাওয়ার নিয়ে অন্তত ফরজটুকু আদায়ের চেষ্টা করতে হবে। মেট্রোতে এত ভীড় যে ওরা টিকিট বন্ধ করে দিয়েছে এমন শুনলাম!!
তাহলে উপায়?! একমাত্র হাঁটা!!!!!!
আশেপাশে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। একটু স্পেসিফিকলি - মুসলিমবেশের পুরুষ মানুষ!
আমি হাঁটা শুরু করলাম!!
এইটুকু রাস্তায় কম করে এক লক্ষের বেশি মানুষ মনে হয়েছে আমার। ইতোমধ্যেই নানান ছবি, ভিডিও দেখে আন্দাজ পেয়ে গেছে মানুষ।
এই এতো মানুষের মধ্যে একটা একলা মেয়ে! (পরে মৎস্য ভবনের সামনে আরো ২-৩ জন্য মধ্যবয়সী মহিলাকে দেখেছি অবশ্য)
এই পর্যায়ে কিছু জিনিস বলা প্রয়োজন।
ইসলামিক স্কুল অব থটসে মেয়েদের পর্দার বিধানে মুখ ঢাকা এবং না ঢাকা উভয়ের সপক্ষেই যথেষ্ট দলিল, স্কলারদের মতামত আছে। (মুখ ঢাকা অবশ্যই উত্তম)।
আমি দ্বিতীয় মতের ভিত্তিতে মুখ খুলে হিজাব পরার চেষ্টা করি। (আল্লাহ আমাকে ভালো মুসলিমাহ্ হওয়ার তৌফিক দান করুন)
এদেশের অনেক জনপ্রিয় আলেমের ওয়াজে সেকেন্ড স্কুল অব থটসের সাদৃশ্যমতে মুখ ঢাকা আবশ্যক নয়, উত্তম এই বিষয়ক বিবৃতি থাকলেও অনেক মানুষ rigidly বিশ্বাস করেন মুখ না ঢাকলে পর্দা হয়না।
এতটুকু বলা তাদের লেন্সে আমাকে উপস্থাপন করার জন্য।
আমি এই লক্ষাধিক মানুষের মধ্যে হন্তদন্ত হয়ে হাঁটছি!
আমার সামনে থেকে মানুষগুলো সরে যেয়ে আমার জন্য ফাঁকা রাস্তা করে দিচ্ছেন!! ছোটোখাটো রেড কার্পেটের মতো অবস্থা!!!
সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে জায়গা বাকি নেই। ঢাকার এই দক্ষিণ দিকটাতে একটু পর পর বড় স্ক্রিন বসিয়ে দিয়েছে যেন মানুষ দেখতে পারে। সমস্যা হলো স্ক্রিনের সামনে বিশাল জায়গাজুড়ে মানুষ রাস্তায় বসে আছে।
আমি ওনাদের মাড়িয়ে কিভাবে যাবো! সময় চলে যাচ্ছে!
কয়েকজন মানুষ এক হয়ে আমার সামনে এসে সামনের সবাইকে সরিয়ে দিয়ে ফাঁকা করে দিতে লাগলেন!!! এই এত মানুষের মধ্যেও আমি কি নিরাপদ অনুভব করেছি প্রকাশ করতে পারবো না!
কাল এই অবস্থায় আমাকে বারডেম (শাহবাগ)-বার্ন হসপিটাল (চাংখারপুল)-গুলিস্তান- ঢাকা মেডিকেল-আবার শাহবাগ-সেগুনবাগিচা চক্কর দিতে হয়েছে।
রাস্তায় অনেকবার শুনেছি "এই, আপুকে জায়গা দাও, আপুকে জায়গা দাও"!!
এই বাক্যের মধ্যে যে কতখানি শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, রেসপন্সিবিলিটি আছে!
ইসলামিক era তে মেয়েরা কত সম্মানিত ছিলেন এই ইতিহাস পড়া আমার পছন্দের বিষয়ের অন্যতম।
আমি সবসময় existed অনুভব করতে চেয়েছি। ইসলামে আমি exist করি কিন্তু এদেশের মানুষের কাছে কতটুকু ওটা নিয়ে প্রায়ই সংশয় হয়। কিছুদিন আগেও ওয়াসওয়াসায় পড়ে ভাবছিলাম আগামীতে বেঁচে থাকলে আমি exist করবো কি?
আল্লাহই আমাকে উত্তর দিয়ে দিলেন!!!
সুবহানাল্লাহ!!
না! ইসলাম আর জামাত ইসলামকে আমি এক ভাবিনা।
জামাত নিয়ে আমার অবস্থান নিউট্রাল।
কিন্তু কালকের অভিজ্ঞতা আমাকে এটুকু বুঝিয়েছে এই মানুষ গুলো ভদ্র!!!
গতবছরের জুলাইয়ে শাহবাগে আমি লীগের মানুষদের হাতে রাম দা, অ স্ত্র নিয়ে ঘুরতে দেখেছি। ওরা সুযোগ পেলে এগুলো আমার,আমাদের উপরে ব্যবহারের চেষ্টা করতো বলাই বাহুল্য!!
দুইটা দৃশ্যে কত তফাৎ!!
রাজনীতিকে বরাবরই অন্ধকার জায়গা মনে হয় আমার। কিন্তু কাল মন থেকে নামাজে জামাতের আমিরের জন্য দু'য়া করেছি। এই দলের ভিতরে কি আছে না আছে জানিনা আমি কিন্তু দলটা কিছু মানুষকে ভদ্র বানাতে পেরেছে, ভীড়ে একটা মেয়েকে নিরাপদ অনুভব করাতে পেরেছে এটা অনেক বড় ব্যাপার।
একটু কম বলা হলো বোধ হয়!!
এটা অনেক অনেক অনেক বড় একটা ব্যাপার..!!