
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সন্ধ্যায় ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, জামায়াত আমিরের ইসিজি করা হয়েছে। এখন এমআরআই করা হচ্ছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বসেই বক্তব্য শেষ করেন।
শনিবার বিকেলে মঞ্চে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই প্রথমবার লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত নেতাকর্মীরা তাকে সামলে নিলে আবারও উঠে বক্তব্য অব্যাহত রাখেন তিনি। তবে এরপর আবারও দ্বিতীয়বারের মতো পড়ে যান জামায়াত আমির। মঞ্চে বসে থাকা অবস্থায় বক্তব্য দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।