Image description

পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ কে বা কারা পুড়িয়ে দিয়েছে। এতে বৃহস্পতিবার ওই আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। যদিও জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আদালত ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে সরকার এ মাঠ থেকে আদালত সরিয়ে নেওয়ার পরামর্শ দেয়, তবু এখানেই বৃহস্পতিবার বিচারকাজ চালানোর প্রস্তুতি নেয় বিশেষ আদালত। উদ্ভুত পরিস্থিতি কোথায় এবং কবে এ মামলার বিচার কাজ শুরু হবে সেই প্রশ্ন উঠেছে। রাষ্ট্রপক্ষ বলছে এ বিষয়ে পরে জানানো হবে।

বৃহস্পতিবার ভোরে আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষে আগুন লাগার ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঢাকা টাইমসকে বলেন, “আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিযে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তবে অস্থায়ী এ আদালতের এজলাস কক্ষে কে বা কারা আগুন দিয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পুরো ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিডিআর বিদ্রোহ মামলার বিচারকাজ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মিত অস্থায়ী আদালতে স্থানান্তর করে গতকাল বুধবার (৮ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচারকাজ পরিচালনার জন্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে। তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আদালত ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে বিচারকাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে।

আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় ওই কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকাজ পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেওয়ার অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ভবন ক্ষতিগ্রস্ত হওয়া এবং ছাত্রদের বাধা স্বত্ত্বেও আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী এ আদালতে বৃহস্পতিবার পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ শুরুর দিন ধার্য ছিল। এখন এজলাস পুড়ে যাওয়ায় সেখানে বিচারকাজ সম্ভব নয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি জানান, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরে স্থান ও বিচারকাজ শুরু তারিখ জানানো হবে।

এদিকে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে বুধবার মধ্যরাত থেকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তারা মাদরাসা মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ১০ ঘণ্টা অবরোধে পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

এদিকে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নতুন করে শুরু করার দাবিতে বৃহস্পতিবার বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা।

মামলায় দণ্ডিত সাবেক বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, ন্যায়বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল-পুনর্বাসনের দাবিতে বুধবারও অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য-স্বজনেরা।

বকশিবাজার আলিয়া মাদ্রাসার মাঠ নিয়ে বিতর্ক চলে আসছে অনেক দিন ধরে। ২০২৩ সালের ডিসেম্বরে সংস্কার কাজ শেষে এই মাঠটি দখলে নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। `বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ‘ নামে উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে পড়েছিলেন তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। বর্তমানে সীমান্তরক্ষী বাহিনীটির নাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।