Image description

৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ক্যাডাররা বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার পর গেজেট বঞ্চিতরা সচিবালয়ের দুই নম্বর গেটের সামনে অবস্থান নেন।

সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া ক্যাডার বঞ্চিতরা বলছেন, ডিজিএফআই এবং এনএসআই এর কর্মকর্তাদের সঙ্গে আমাদের নেতাদের সভা হয়েছে। সচিবালয়ের কর্মকর্তারাও সভায় বসেছেন। ইতিবাচক সিদ্ধান্তের আশায় তারা সচিবালয়ের সামনে জড়ো হয়েছেন।

এদিকে ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা শুরু হয়েছে বলে জানা গেছে।

৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে গত ৩০ ডিসেম্বর নতুন করে আবার প্রজ্ঞাপন জারি হয়। নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন ১৬৮ জন। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে।

৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন।