Image description

রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে জানিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবার। তারা এ ঘটনায় সকল কারাবন্দি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি তোলেন।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানানো হয়।

তারা বলেন– কেরানীগঞ্জে কোর্ট বসার কথা ছিল। পরে শুনেছি, ঢাকা আলিয়া মাদ্রাসায় বসবে। তবে আজকে এখন পর্যন্ত কোথাও কোর্ট বসেনি। এ বিষয়ে আইনজীবীদেরও কিছু জানানো হয়নি। এই পুরো বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।

বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন, দেশবিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছে বিডিআর সদস্যরা। কারাবন্দিদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, আজ রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তাদের মাদরাসা মাঠ ফিরিয়ে দেয়ার দাবি তোলেন। একইসঙ্গে, গতকাল রাতে ওই মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দেয়া হয়েছে।

এর আগে, বুধবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত এবং কারাবন্দিদের মুক্তিসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিডিআর, বর্তমানে বিজিবি) ভুক্তভোগী পরিবারের সদস্যরা।