Image description

দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় ‘জুলাই সনদ’ ঘোষণার মাধ্যমে একটি সাংবিধানিক সমাধানের প্রস্তাব রেখেছেন ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন এই প্রস্তাব রাখেন।

স্ট্যাটাসে শিশির মনির বলেন, ‘এতো প্যাচাল কেন? সোজাসজি কন। ৭ দিনের মধ্যে জুলাই ঘোষণা দিক। ১৫ দিনের মধ্যে জুলাই সনদ দিক। সংবিধান স্থগিত হউক। সনদের অধীন নির্বাচন হউক। সংসদ আসুক। কেল্লা ফতেহ। অতীত ভুলে গেছেন নাকি?

সংবিধান স্থগিত করে 'জুলাই সনদের' অধীনে নির্বাচন আয়োজন এবং পরবর্তী সংসদ গঠনের প্রক্রিয়াই হবে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ স্ট্যাটাসে এমনই বার্তা দিয়েছেন এই আইনবিদ।