Image description

সিলেট ও সুনামগঞ্জের তিনটি সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৬ জুলাই) ভোর চারটা থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত ও জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত ও সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে তাদের  পুশইন করা হয়। এ সময় বিজিবির তৎপরতায় পুশইন হওয়া ৫৩ জন আটক হন।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ১৯ জন, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তে ১৩ জন ও সুনামগঞ্জের নোয়াকোট সীমান্তে ২১ বাংলাদেশিকে আটক করে সিলেট ব্যাটেলিয়ানের ৪৮ বিজিবির সদস্যরা।

পুশইন হওয়া বাংলাদেশিরা যশোর, নড়াইল, সাতক্ষীরা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে ৩২ জন মহিলা ১১ জন পুরুষ ও ১০ জন শিশু রয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, ভোর চারটা থেকে পুশইন শুরু হলে তাদের আটক করে বিজিবি।