
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে। এতে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শিক্ষা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত পরীক্ষাসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বুধবার সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দ্যি ডেইলি ক্যাম্পাসকে বলেন, গোপালগঞ্জ শহরে আমাদের একটি কেন্দ্র। বৃহস্পতিবার যেসব বিষয়ে পরীক্ষা, সেগুলোয় ওখানে শিক্ষার্থী কম। এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আমরা চেষ্টা করছি গোপালগঞ্জ শহরের পরীক্ষা কারফিউয়ের আওতার বাইরে রাখার। তবে কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।