Image description

সম্প্রতি চট্টগ্রামের রাঙুনিয়ার মুমতাহিনা করিম মীম ২৫টি মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য অফার পেয়েছেন। যেগুলোর সবমিলিয়ে স্কলারশিপ মূল্য দাঁড়ায় ৩৬ কোটি টাকা। তার প্রাপ্ত স্কলারশিপগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের হেনড্রিক্স কলেজের বিশ্বখ্যাত হ্যায়স মেমোরিয়াল স্কলারশিপ, যা প্রতি বছর বিশ্বের মাত্র চারজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে দেওয়া হয়।

জানা যায়, মীম শুধু পড়াশোনাতেই নয়, প্রযুক্তি উদ্ভাবন ও নেতৃত্বের ক্ষেত্রেও রেখেছেন উজ্জ্বল স্বাক্ষর। সপ্তম শ্রেণিতে পড়ার সময় স্কুলের ওয়েবসাইট তৈরি করে যাত্রা শুরু, এরপর মহামারির সময় একটি খাদ্য পরিবেশনকারী রোবট ‘কিবো’ নির্মাণ এবং পরবর্তীতে স্কুলে ৬৫ সদস্যের কোডিং ক্লাব প্রতিষ্ঠার মতো উদ্যোগ নিতে তার অদম্য প্রচেষ্টা ছিল।

মীম স্কলারশিপ অফার পেয়েছেন আরও অনেক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে, যার মধ্যে রয়েছে ফ্র্যাঙ্কলিন অ্যান্ড মার্শাল কলেজ, কলোরাডো ইউনিভার্সিটি বোল্ডার, রোডস কলেজ ও নক্স কলেজের মতো শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে মুমতাহিনা করিম মীম গণমাধ্যমকে বলেন, পরিবারের কেউ কখনো বিদেশে পড়াশোনার কথা ভাবেনি। বরং অনেকে নিরুৎসাহিত করত, কেউ কেউ হাসতও। কিন্তু আমি জানতাম, ভালো স্কলারশিপ ছাড়া আমেরিকা যাওয়া সম্ভব না, তাই থেমে যাইনি। প্রতিদিন রাত জেগে স্যাট আর টোফেলের প্রস্তুতি নিতে হয়েছে।

প্রসঙ্গত, কোডিংয়ের পাশাপাশি মীম শিল্প, সাহিত্য, বিতর্ক, সংগীত— সবকিছুতেই জড়িত ছিলেন। তিনি জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা তৈরি করতে ‘কোর্ডিয়াল টু আর্থ’ নামে একটি পরিবেশবাদী সংগঠন প্রতিষ্ঠা করেন এবং একটি পরিবেশবান্ধব অ্যাপ তৈরি করেন।