
মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের জন্য বড় এক সুসংবাদ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে তিনি এ সুসংবাদ দেন।
আসিফ নজরুল বলেন, আপনারা হয়তো ইতোমধ্যে খবরটা পেয়েছেন। কিন্তু আমি আবার নিশ্চিত করছি। মালয়েশিয়ার যারা বাংলাদেশি শ্রমিক ভাই-বোনরা আছেন তাদেরকে সেই দেশের সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।
মাল্টিপল এন্ট্রি ভিসা হল একটি বিশেষ ধরনের ভিসা যা একটি নির্দিষ্ট দেশের জন্য বৈধ এবং ভিসার মেয়াদ থাকাকালীন একাধিকবার সেই দেশে প্রবেশ ও প্রস্থানের অনুমতি দেয়।