Image description
 

নরসিংদীতে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

 

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালান করা হয়। এ সময় বিএনপি নেতা আবুল হোসেনের ওপর হামালাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহেল সরকার, আলামিন, ইলিয়াস ও তার সহযোগীরা নদী থেকে বালু তুলছে। ফলে এলাকার বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার হুমকির মুখে পড়েছে। 

এতে বাধা দেওয়ায় ১১ জুলাই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা নজরপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন সিয়ামের ওপর হামলা চালায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বিধায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। 

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালালেও তারা এলাকায় থেকে চাঁদাবাজি করছে। অবিলম্বে হামলাকারী এ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, নজরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান, যুগ্ম আহ্বায়ক রতন ডাক্তার, সেন্টু মিয়া, সোলাইমান মিয়া প্রমুখ।