
জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা শামিন মাহফুজকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানায় এন্টি টেরোরিজম ইউনিট।
এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, “সাভার মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলার এজাহারে আসামিদের সঙ্গে টিটিপি সম্পৃক্ততার একটা অভিযোগ এনেছেন বাদী। এর আগে ফয়সাল নামে আরও একজনকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছিল।”
পুলিশের এই ইউনিটের একজন কর্মকর্তা বলেন, শামিন সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছিলেন। সোমবার নারায়ণগঞ্জ থেকে র্যাব-১১ তাকে আবার গ্রেফতার করে।
এটিইউ কর্মকর্তা জানান, ২ জুলাই সাভার থেকে ফয়সাল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ৩ জুলাই তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ৫ জুলাই সাভার মডেল থানায় ফয়সালসহ আরও পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন এটিইউর পরিদর্শক আব্দুল মান্নান।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ এবং সানাফ হোসেন। তারা টিটিপির সঙ্গে সম্পৃক্ত বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
শামিন মাহফুজ এই মামলার এজাহারভুক্ত আসামি নন। এটিইউ‘র ওই কর্মকর্তা বলছেন, শমিনও টিটিপির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তথ্যের জন্য রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তেহরিক ই তালিবান পাকিস্তান গোষ্ঠীটি পাকিস্তানি তালেবান নামে পরিচিত। মূলত পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সক্রিয় টিটিপি বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সমালোচিত।