Image description

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার সাফারি পার্ক রোডে অটোরিকশাস্ট্যান্ডে চাঁদা উঠানো নিয়ে দুপক্ষের উত্তেজনার ঘটনায় 

বিএনপি নেতা ইসলাম উদ্দিনকে প্রধান আসামি করে মামলা করেছে সেচ্ছাসেবক দলের কর্মী মো. দেলোয়ার হোসেন।

রোববার জেলার জয়দেবপুর থানায় এ মামলাটি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিন বলেন, শুক্রবার (১১ জুলাই) অটোরিকশা স্ট্যান্ডের চাঁদা উঠানো এবং বাধা দেওয়ার ঘটনায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় আমি দলীয় একটি কর্মসূচিতে শ্রীপুর উপজেলায় বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপিরসহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বাড়িতে ছিলাম।

তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই এবং আমি কিছুই জানি না।

এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী বলেন, ঘটনার দিন ইসলাম উদ্দিন আমার সঙ্গে দলীয় একটি কাজে শ্রীপুরে বাচ্চু ভাইয়ের বাসায় ছিলেন। এ সময় তিনি কাউকে অটোস্ট্যান্ডে বা কোথাও যাওয়ার কথা বলেননি।

এ বিষয়ে বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু জানান, কমিটির বিষয়ে ইসলাম উদ্দিন গত কয়েকদিন আমার বাসায় এসেছিলেন।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ জানান, বাঘের বাজার অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি ও হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলার এজাহারভুক্ত দুই নাম্বার আসামি শহীদুল্লাহকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যপক্ষের দেওয়া অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, বাঘের বাজার অটোস্ট্যান্ড থেকে চাঁদা উঠানো ও বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদকের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধ হয়। স্বেচ্ছাসেবক দলের সদস্য স্থানীয় দেলোয়ার হোসেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।