Image description
 

ভূমি অফিসে তথ্য চাইতে গিয়ে যুগান্তরের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রানাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমিনাজমুন লায়েল

 

সোমবার (১৪ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

 

লোহাগাড়া সংবাদকর্মীদের সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে লোহাগাড়া ভূমি অফিসে কিছু তথ্যের জন্য গেলে এসিল্যান্ড নাজমুন লায়েল ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে থানাহাজতে পাঠিয়ে দেন।

 

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

 

 

 

এদিকে অবিলম্বে সাংবাদিক নাজিম উদ্দিন রানার নিঃশর্ত মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যেমে প্রতিবাদের ঝড় তুলেন বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিকরা ও সাংবাদিক সংগঠনগুলো।