Image description

বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) অভিযোগ করেছেন, বিএনপি এখন মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে।এ সময় তিনি ‘বিএনপি এখন চাঁদাবাজ-সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে’ বলেও মন্তব্য করেন।

 

আহ্বাক নাহিদ ইসলাম 

বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে এনসিপি’র দেশব্যাপী পদযাত্রায় অংশ হিসেবে পটুয়াখালীতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।সোমবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজের প্রধান ফটকের সামনে এ পথসভা হয়।এর আগে সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। এটি শহরের নিউ মার্কেট, নতুন বাজার, সদর রোড, লঞ্চঘাট, চকবাজার, পুরান বাজার, বনানী, পৌরসভা মোড়, সবুজবাগ ও তিতাস সিনেমা হল মোড় প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজের সামনে এসে শেষ হয়।

 

তিন ঘণ্টাব্যাপী পদযাত্রায় অংশ নেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, খান তালাত মাহমুদ রাফি প্রমুখ। এতে জেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

 

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি। এখন সেই মুজিববাদী সংবিধান এবং ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চায় বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজ-সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে সেই পাহারাদারকেও প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।’

 

তিনি বলেন, “এনসিপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা কোনো অনৈক্য ও বিভাজন চাই না। যদি জনগণ ও জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, তাহলে তাদের সাথে কোনো ঐক্য সম্ভব নয়। আজ আমরা পটুয়াখালী থেকে ঘোষণা করছি— যত ষড়যন্ত্রই হোক না কেন, আমাদের পদযাত্রা চলবে। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সনদ’ আদায় করা হবে।”

 

তিনি আরো বলেন, ‘এক বছর আগে বাংলাদেশের ছাত্র-জনতা বুক চিতিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল। পটুয়াখালীর সন্তানেরা অসীম সাহসিকতার সাথে লড়েছে। এই জেলার সন্তান ২৪ জন শহীদ হয়েছেন। আজকের পথসভায় সেই সকল শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা জনগণের দুয়ারে যাচ্ছি— তাদের দুঃখ-কষ্টের কথা শুনতে এবং জাতীয় নাগরিক পার্টির স্বপ্নের কথা জানাতে। সকলে মিলে আগামীর বাংলাদেশ কেমন হবে, সেই রূপরেখা দিতে এসেছি।’

 

পথসভা শেষে নাহিদ ইসলাম শহীদ পরিবারের সাথে দেখা করেন। এদিন এনসিপি’র জেলা কার্যালয়ও উদ্বোধন করা হয়।