Image description
 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা পাশে থাকলে দায়িত্ব পালনে মনোবল ও অনুপ্রেরণা বৃদ্ধি পায়।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শহীদ পরিবারের সদস্যরা যখন আমাদের পাশে এসে দাঁড়ান, তখন আমাদের কঠিন দায়িত্ব পালনে আমরা অনেক বেশি শক্তি ও অনুপ্রেরণা পাই।’

 

 

 

 

ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, সেখানে উপস্থিত ছিলেন শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্য সদস্যরা।

চিফ প্রসিকিউটরের এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়েছেন।