
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে তৃতীয় লিঙ্গের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এগারো হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মিরসরাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন ৬ জন দ্রুত বাস থেকে নেমে যেতে চাইলে পুলিশ তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৫ জনের কোমরে স্কচটেপে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস করে মোট ১০ হাজার পিস ও অপরজনের কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।