Image description

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির প্রেক্ষিতে আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এ তথ্য জানান তিনি।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশে আইনশৃঙ্খলার ঘটে। সাম্প্রতিক সময়ে তা ভয়াবহ হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতা ঘটছে। এর মধ্যে আলোচিত ঘটনা খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা, চাঁদপুরে জুমার নামাজের পর মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে একই নামাজে অংশগ্রহণকারী এক ব্যক্তি কুপিয়ে জখম করার ঘটনা। সবশেষ গত ৯ জুলাই ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে নৃশংসভাবে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়। এ ঘটনার রেশ না কাটতেই শ্যামলীতে একটি ছিনতাইয়ের ঘটনা আলোচনার জন্ম দেয়। গত শুক্রবার সকালে ছিনতাইয়ের শিকার হওয়ার যুবকের পরনের জামা-জুতাও নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই দিন বিকালে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে রাজধানীর পল্লবীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এদিকে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ১ হাজার ৯৩০ জন খুন হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ২৯৪ জন, ফেব্রুয়ারিতে ৩০০,  মার্চে মাসে আরো বেড়ে ৩১৬ জন, এপ্রিলে ৩৩৬ জন, মে মাসে ৩৪১ জন খুন হন। জুনে চলতি বছরের সর্বোচ্চ খুনের ঘটনা ঘটেছে। এ মাসে সারা দেশে মোট ৩৪৩ জন খুন হয়েছেন। 

শীর্ষনিউজ