
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় সারা দেশ উত্তাল। এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
পোস্টে তিনি লেখেন— ‘প্রস্তর যুগে স্বাগতম। কেউ ইতিহাস থেকে শিক্ষা নিবেন না, ধন্যবাদ।’
উপদেষ্টা আসিফের ওই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নির্মাতা আশফাক নিপুন।
পোস্টে আশফাক নিপুন লেখেন, ‘জনাব উপদেষ্টা, শুধু প্রস্তর যুগে কেন? মাজারে হামলার যুগেও স্বাগতম। মব শব্দটা বাঙালির ডিকশনারিতে চিরস্থায়ী বন্দোবস্তের যুগেও স্বাগতম। শুধু স্বাগতম জানানো গেল না, স্বাগতম জানানো এসব কাজ এমন এক সরকারের আমলে হইছে, হচ্ছে, যেটা দেশের সবচেয়ে বড় রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের ফসল; যে সরকারে আপনিও আছেন। স্বাগতম জানানো গেল না পূর্ববর্তী সকল দলীয় সরকারের মন্ত্রীদের মতো আগে বক্তৃতায় হাততালি আর এখন ফেসবুকে লাইক, শেয়ার পাওয়ার আশায় রাজনৈতিক আলাপ।’
আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে এই নির্মাতা লেখেন, ‘আপনার মতো তরুণদের দিকে আমার মতো পুরো দেশ তাকিয়ে আছে। এইসব চাঁদাবাজি, দখলবাজি, জের ধরে খুনোখুনি কঠোরভাবে নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় আপনার সরকারের ওপরেও বর্তায়। দায় না নিয়ে হাসান মাহমুদের মতো দায় চাপানোর চটকদার রাজনীতি আমরা নতুন কোনো সরকারের ভেতর আর দেখতে চাই না।’
তিনি আরও লেখেন, ‘রাজনীতি, ট্রলিং, মিমিং আমাদের মতো সাড়ে ১৭ কোটি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোদের ওপর ছেড়ে দেন। সরকারে থেকে এসব করলে দেশের কাজে পূর্ণ মনোযোগ দেবেন কখন? ধন্যবাদ।’