
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনকে নিরাপত্তার স্বার্থে কারাগারে একক সেলে রাখার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কারা অধিদপ্তর। কারা অধিদপ্তর স্পষ্ট করেছে যে, তার বিষয়ে এখন পর্যন্ত আদালতের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
বৃহস্পতিবার কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কারা অধিদপ্তর আরও জানায়, তারা আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকে এবং এ বিষয়ে কারো প্রতি পক্ষপাত কিংবা অবহেলা দেখানোর সুযোগ নেই।
সংশ্লিষ্ট বিষয়ে বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত তথ্য প্রচার না করতে গণমাধ্যমসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস