
অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সাইয়্যেদ আব্দুল্লাহ বলেছেন, ‘রাজসাক্ষী হিসাবে মামুন যদি হাসিনা থেকে শুরু করে অন্যান্য কুশীলবদের বিরুদ্ধে মুখ খোলা শুরু করে, তাহলে বহু মানুষের বহু গোপন অপকর্মের কথা ফাঁস হয়ে যেতে পারে, হয়ত এখনও যেগুলো সামনে আসে নাই। অতএব অন্যরা সংঘবদ্ধভাবে চেষ্টা চালাতে পারে মামুনকে শেষ করে দেওয়ার জন্য, যাতে করে সে ওইসব সাক্ষী না দিতে পারে।’
বৃহস্পতিবার (১০ জুলাই) এক ফেসবুক স্ট্যাটাসে সাইয়্যেদ আব্দুল্লাহ এমন মন্তব্য করেন।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘হাসিনা আমলের কুকীর্তি ফাঁস করতে আজকে ট্রাইবুনালে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এটা নিঃসন্দেহে ভালো খবর। তবে আমার ভাবনাটা অন্য জায়গায়।’
‘এখন থেকে মামুন এর নিরাপত্তা ইস্যু ব্যাপকভাবে জোরদার করতে হবে। ল এনফোর্সমেন্ট বাহিনীগুলোর ভেতর এখনও বহু স্বৈরাচার এম্প্যাথাইজার রয়েই গেছে।’
সাইয়্যেদ আব্দুল্লাহ লেখেন, ‘তাই মামুনকে সর্বোচ্চ লেভেলের কাস্টোডিয়াল নিরাপত্তা দেওয়া উচিৎ। যদ্দূর অনুমান করতে পারি, পুলিশের ইন্টারনাল কমান্ড স্ট্রাকচার এখনও ঠিকঠাক রিবিল্ড করা যায় নাই। এজন্যই রাজসাক্ষী হওয়ার কথা শুনে শুধু খুশি হলেই চলবে না, বরং এসোসিয়েটেড যেইসব রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলোকেও যাতে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, সেই উদ্যোগও পুঙ্খানুপুঙ্খভাবে নিতে হবে।’