Image description
 

সারাদেশে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ২৮৪ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে বুধবার দিনগত রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়। ৮৭৫ জনকে গ্রেফতারি পরোয়ানায় ও বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। এছাড়া ৪০৯ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া একটি শটগান, একটি এলজি, পুরাতন বিদেশি রিভলভার একটি, একটি শর্টগানের খালি খোসা, একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি সামুরাই, একটি স্টিলের ফোল্ডিং স্ট্রিক, পাঁচ রাউন্ড কার্তুজ এবং চারটি চাপাতি উদ্ধার করা হয়।

এর আগের ২৪ ঘণ্টায় পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেফতার করে।