
বগুড়ার দুপচাঁচিয়ায় জিয়ানগর একটি গ্রামে শ্বশুর ও পুএবধূর গালাকাটা মরদেহ উদ্ধার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সাথে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ গ্রামে, আলহাজ মো. আফতাব, এবং তার বড় ছেলের বৌকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা ।
দুপচাঁচিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মো. রায়হান জানান, হাত বাধা অবস্থায় বৃদ্ধ শ্বশুর আফতারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এর পাশেই পুত্র বধূর মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, ডাকাতির সময় খুনের ঘটনা ঘটতে পারে। এটি পারিবারিক কিংবা অন্যকোনো ঘটনাও ঘটে থাকতে হতে পারে। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। মহদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে।