
ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’ ভিত্তিক তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ (জুলাই আপরাইজিং)’-এর প্রিমিয়ার শো। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা, কর্মকর্তা, সংস্কৃতিজন ও শহীদ পরিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “আজ বিচারব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠলেও আমি নিশ্চিত করে বলতে পারি, বিচারপ্রক্রিয়া পুরো গতিতে চলছে এবং তা দৃশ্যমান। আমি বিশ্বাস করি, নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে।”
তিনি আরও বলেন, “বিচারকে অবশ্যই গ্রহণযোগ্য করতে হবে। আমরা যখন সরকারের দায়িত্ব নিয়েছি, তখন থেকেই আমাদের অগ্রাধিকার ছিল ন্যায়বিচার, বিচার সংস্কার, শহীদদের পুনর্বাসন এবং অবাধ নির্বাচন। বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। শেখ হাসিনার ফ্যাসিস্ট গোষ্ঠী বিচার প্রক্রিয়া ব্যাহত করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। তারা আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি ছড়াতে চায়। তাই আমরা সর্বোচ্চ মানের স্বচ্ছ বিচার নিশ্চিত করতে চাই।”
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “এদেশ সবার। ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার’—এই স্লোগান এখনও কানে বাজে। চোখের সামনে ভেসে ওঠে ভাইয়ের লাশ নিয়ে দুই বোনের মিছিল, এপিসি থেকে ইয়ামিনের দেহ ছুড়ে ফেলার দৃশ্য। ইতিহাসে এমন মহাকাব্যিক ঘটনা বিরল।”