
বিশ্বের বিভিন্ন দেশের ফ্যাক্ট চেকারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সংবাদমাধ্যমগুলো। অনেক দেশে ক্রাইস চলাকালে বা নির্বাচনের সময় ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন এবং টপ মিডিয়াগুলোর এলায়েন্স হয়েছে। সবাই একসাথে মিলে যে কোন ধরনের গুরুত্বপূর্ণ ভুয়া খবর মোকাবেলা করেছে।
বাংলাদেশ বর্তমানে একটা সংকটকালীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সামনে এমন একটা নির্বাচন আছে যেটি বাংলাদেশের ইতিহাসে খুবই ব্যতিক্রমধর্মী এবং গুরুত্বপূর্ণ নির্বাচন। ডিজিটাল যুগ শুরুর পরে এই প্রথম বাংলাদেশ কোন প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচন পেতে যাচ্ছে।
ফলে এই নির্বাচনে সবপক্ষ তাদের ক্যাম্পেইনে ডিজিটাল প্লাটফর্মগুলো ব্যবহারের চেষ্টা করবে। এতে খুব স্বাভাবিকভাবেই ভুয়া খবরের বাড়বাড়ন্ত হবে- সেটা সবপক্ষের ক্যাম্পেইনাররাই ছড়াবে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো এবং দায়িত্বশীল মিডিয়ার মধ্যে একটা বোঝাপড়া এবং এলায়েন্স দরকার মানুষকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলোতে সঠিক তথ্য দিয়ে সহায়তার জন্য।
কিন্তু বাংলাদেশ বেশিরভাগ মিডিয়ার অবস্থা এতই বাজে যে, এরা ফ্যাক্ট চেকারদের সাথে মিলে ভুয়া খবর কাউন্টার করবে তো দূরে থাক, তারা ফ্যাক্ট চেকারদের ডিবাঙ্ক করা ভুয়া খবরকে এমনভাবে প্রচার করে যাতে মূল ভুয়া খবরটিই মানুষের কাছে পৌঁছায়, ডিবাঙ্ক করা সঠিক তথ্যটি না।
কী অদ্ভুত পরিস্থিতি! এখানে ফ্যাক্ট চেকাররা মিডিয়ার সাথে এলায়েন্স করলে সমাজে ভুয়া খবর মোকাবেলা নয়, বরং আরও বেশি ছড়াবে!