
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তাসনিম জারা বলেছেন, “সরকারি অফিসে গিয়ে কেন ঘুষ দিয়ে কাজ করাতে হবে? একজন বাংলাদেশের নাগরিক হিসেবে নাগরিক সুবিধা পাওয়া আমাদের অধিকার।”
তাসনিম জারা বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সংবিধান সব নাগরিকের অধিকার রক্ষা করবে। বর্তমান সংবিধান যদি জাতিসত্তাসহ সব নাগরিকের অধিকার নিশ্চিত না করতে পারে, তাহলে সেই সংবিধানের কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার একটি নতুন সংবিধান, যেখানে সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে।”
রাজশাহীর জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা অনেক কষ্ট করে, অনেক সময় অপেক্ষা করে আমাদের সঙ্গে আছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “রাজশাহীর দেয়ালে এখনো লেখা আছে বাংলাদেশ ২.০। এই নতুন বাংলাদেশের স্বপ্ন, এই সংস্কারের ডাক আপনারাই প্রথম দিয়েছিলেন। আমরা সেই সংস্কার এনেই ছাড়ব, ইনশাআল্লাহ।”
তাসনিম জারা বলেন, “দেশের সংস্কারের পথে যারা বাধা দেবে, দেশের মানুষ তাদের মনে রাখবে। আমাদের সন্তানদের যারা গত বছর খুনের হুমকি দিয়েছে, তাদের বিচার এই দেশের মাটিতেই হবে। আমরা আর সেই বাংলাদেশে ফিরে যাব না, যেখানে রাষ্ট্রের বাহিনী নিজের নাগরিককে গুম বা খুন করে।”
তিনি বলেন, “বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষের জন্য। এখানে কেউ বিচারের সুযোগ পাবে, কেউ পাবে না— এই বৈষম্য চলতে পারে না। যার টাকা আছে, যার ক্ষমতা আছে শুধু তারাই বিচার পাবে আর সাধারণ মানুষ পাবে না, এটা আমরা মেনে নেব না।”
“এই দেশ বদলাতে হলে বিচার ব্যবস্থার সংস্কার দরকার। দরকার নতুন সংবিধান। আমরা সেই লক্ষ্যেই পদযাত্রা করছি। দেশের ৬৪টি জেলায় যাচ্ছি। রাজশাহীতে আপনারা যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন, আমরা দায়বদ্ধ থাকব আপনাদের প্রতি।”
বক্তব্যের শেষে তাসনিম জারা বলেন, “আমরা যা বলছি তা শুধু স্লোগান নয়, এটা আমাদের অঙ্গীকার। আপনাদের সঙ্গে নিয়ে এই সংস্কার আদায় করেই ছাড়ব।”
ভিডিও দেখুন: https://youtu.be/3AAw8laLer0?si=o-lK9sjyEaV8-H4-