প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের মধ্যে মারামারি দেশের বদনাম ছড়াচ্ছে। বিমানের টিকিটের দাম সরকার কমালেও কিছু “দুষ্টু লোকের” কারণে আবারও তা বেড়ে গেছে। এ ধরনের সিন্ডিকেটের কারণেই সাধারণ প্রবাসীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২ জুলাই) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।
প্রবাসীদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করে আসিফ নজরুল বলেন, “বাহরাইনে প্রবাসীরা একজন প্রতিষ্ঠান মালিককে হত্যা করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের মধ্যে মারামারি দেশের বদনাম ছড়াচ্ছে।”
উপদেষ্টা জানান, ওমরা পালনের সময় একজন প্রবাসী তাকে বলেছিলেন, “বিমানের টিকিটের এত দাম, অথচ আপনি ওমরা করতে এসেছেন!” এ ধরনের কথায় তিনি কষ্ট পেয়েছিলেন বলেও উল্লেখ করেন।
ড. আসিফ নজরুল বলেন, “বিমানের টিকিটের বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পড়ে না। তবুও দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম। পরদিনই মিটিং ডেকে টিকিটের দাম কমানোর নির্দেশ দেন তিনি। সর্বোচ্চ তিনদিন বুকিং রাখা, পাসপোর্ট ছাড়া বুকিং না দেওয়া, এসব ব্যবস্থা নেওয়ায় ফলে দাম কমেছিল।”
তবে পরে আবারও অসাধু চক্র দাম বাড়িয়ে দিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। তিনি আরও বলেন, “মালয়েশিয়া আগামী এক বছরে ৩০-৪০ হাজার কর্মী নেবে।” তবে বিদেশে পাঠানোর নামে মানুষকে প্রতারণা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।