
Sadiqur Rahman Khan(সাদিকুর রহমান খান)
শেখ হাসিনা হারে নাই।
বরং শেখ হাসিনা আজ জিতে গেছে।
ছাত্রলীগ নেতাকে ধরাইয়া দিতে গেলে পটিয়া থানার ওসি শিবির, ছাত্রদল, এনসিপি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭ জনকে আটক করছে।
বাকিদের পিটাইয়া রক্তাক্ত করছে। ৫০+ আহত। হাসপাতালে ভর্তি।
গত জুলাইয়েও পুলিশ লীগ যা করত, এই জুলাইয়েও পুলিশ লীগ তাই করলো।
মজার ব্যাপার হলো, আমরা শিবির, ছাত্রদল, এনসিপি ভাগ করলেও পুলিশ আজ কোন ভাগ করে নাই। সবাইরে এক সাথে পেটাইসে।
জুলাইয়ের স্লোগান দেওয়ার সাথে সাথে রিজার্ভ ফোর্স এনে পিটাইসে, জুলাই ভুলাইয়া দেবে বইলা।
সবাই এক হয়ে এই পুলিশ লীগের বিরুদ্ধে যদি প্রতিরোধ না গড়তে পারেন, কাল সারা বাংলাদেশের অবস্থাই পটিয়ার মতোই হবে।