'জুলাই ঘোষণা শিগগিরই: স্থগিত হতে পারে সংবিধান, পরিবর্তন আসতে পারে সরকারে'

বিবিসি বংলা
Image description

এতে বলা হয়েছে, জুলাই মাসের শুরুতেই ঘোষিত হতে পারে জুলাই ঘোষণা। এই ঘোষণায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের ওপর থাকবে বিশেষ গুরুত্ব। এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণা হতে পারে।

একই সাথে সরকারের উচ্চপর্যায়ে পরিবর্তন ঘটতে পারে। সরকার ও কূটনৈতিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এ বিবেচনায় পাঁচই আগস্ট গণ-অভ্যুত্থানে হাসিনার বিদায়ের পরই সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল।

একটি সূত্র জানিয়েছে, সংবিধান স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হতে পারে। সে ক্ষেত্রে নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

জামায়াতের আমির ডা: শফিকুর রহমান হতে পারেন উপ-প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেয়া হবে।

বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা ভালো পারফরম্যান্সের পরিচয় দিয়েছেন তারাও উপদেষ্টা পরিষদে থাকতে পারেন।

অন্য একটি সূত্র জানিয়েছে, শাহাবুদ্দিন চুপ্পুর স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন।নদি

ইংরেজি পত্রিকা NEW AGE এ প্রকাশিত প্রধান শিরোনাম- ONE YEAR OF JULY UPRISING: Govt job quota reform remains unresolved অর্থাৎ জুলাই অভ্যুত্থানের এক বছর: অমীমাংসিত রয়ে গেছে সরকারি চাকরির কোটা সংস্কার।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের এক বছর পরও অমীমাংসিত রয়ে গেছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার, যার ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

আন্দোলনের ছাত্র নেতারা আটই আগস্ট, ২০২৪ তারিখে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য কমাতে কোটা পর্যালোচনা করার আহ্বান জানান।

নবগঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চান তারা, যাতে সুবিধাবঞ্চিত নারীদের জন্য কোটা অন্তর্ভুক্ত করা হয় এবং সংখ্যালঘুদের জন্য তাদের সংখ্যার ভিত্তিতে কোটা বৃদ্ধি করা হয়।

তিনি বলেন, তারা বিভিন্ন সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের নারীদের জন্য তিন বা চার শতাংশ কোটা চান। বিভিন্ন সময় তারা সরকারকে বিদ্যমান কোটা ভাগাভাগি পর্যালোচনা করার জন্য অনুরোধ করেছেন কিন্তু কোনও সাড়া পাননি।

জুলাই-আগস্ট বিদ্রোহে শহীদ ও আহতদের পরিবারকে কোটা ব্যবস্থার আওতায় না এনে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত সরকারের, বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত বলেন, তার দল বিশ্বাস করে যে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করা যুক্তিসঙ্গত নয়।

২০২৪ সালের আগস্ট মাস থেকে বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিলুপ্তির আগ পর্যন্ত, সরকারি চাকরির ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি-নাতনিদের জন্য, ১০ শতাংশ মহিলাদের জন্য, ১০ শতাংশ অনুন্নত জেলার মানুষের জন্য, ৫ শতাংশ জাতীয় সংখ্যালঘুদের জন্য এবং ১ শতাংশ শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত ছিল।

নিএ

Police struggle as key top posts lie vacant অর্থাৎ গুরুত্বপূর্ণ পদগুলো খালি থাকায় হিমশিম খাচ্ছে পুলিশ- ইংরেজি পত্রিকা The Daily Star এ প্রকাশিত প্রথম পাতার শিরোনাম এটি।

এখানে বলা হয়েছে, অপারেশনাল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে পুলিশ কারণ গত ১০ মাস যাবৎ ৪০০ টিরও বেশি গুরুত্বপূর্ণ পদ খালি রয়েছে, যা অপরাধ দমনে বাহিনীটির সক্ষমতাকে ব্যাহত করছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ৯টি এবং উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এর ৩৪টি পদসহ কমপক্ষে ৪২৪টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে।

এছাড়াও শূন্য পদের মধ্যে অতিরিক্ত ডিআইজি দুটি, অতিরিক্ত এসপির ৪৭টি এবং সহকারী এসপির ৩৩২টি পদ রয়েছে।

এছাড়াও, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং এসপি সহ ১১৯ জন শীর্ষ ও মধ্যম স্তরের কর্মকর্তাকে নির্দিষ্ট দায়িত্ব ছাড়াই বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে, যার অর্থ তাদের প্রধান কাজ হল অফিসে উপস্থিত হওয়া এবং নামেমাত্র কাজ করা।

আগের সরকারের আমলে দায়িত্বে থাকা অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্বিচারে গ্রেফতার, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক তুলে নেয়ার মাধ্যমে ভিন্নমত দমন চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে, ২৫ বছরের চাকরিপ্রাপ্ত কমপক্ষে ৪০ জন কর্মকর্তাকে জোরপূর্বক অবসর গ্রহণে পাঠানো হয়েছে। গণঅভ্যুত্থানের সাথে সম্পর্কিত মামলায় এএসপি এবং তদুর্ধ পদমর্যাদার আরও ২৩ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি থেকে এএসপি পর্যন্ত কমপক্ষে ৫৭ জন কর্মকর্তা ৬০ দিনেরও বেশি সময় ধরে দায়িত্ব থেকে অনুপস্থিত।

স্টার

কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম- দ্রব্যমূল্যে হাঁসফাঁস মানুষের।

প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের পর থেকে চালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম লাগামহীন। গত এক মাসে সব ধরনের চাল, আলু, দেশি পেঁয়াজ, টমেটো, বেগুন, করলা ও সোনালি মুরগি—এই সাত পণ্যের দাম খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৩৩ শতাংশ বেড়েছে।

পণ্যের দাম নতুন করে বাড়লেও আয় না বাড়ায় ক্রেতা অসহায়। কিনতে গিয়ে পকেটের বারোটা বেজে যাচ্ছে তাদের।

কোনো কারণ ছাড়াই নতুন করে চালের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। বিশেষ করে মিনিকেট হিসেবে পরিচিত সরু চালের দাম খুচরায় কেজিতে এক লাফে আট থেকে ১০ টাকা বেড়েছে। এটি মূল্যস্ফীতিকে নতুন করে উসকে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

মোটা চালের দামও কেজিতে নতুন করে তিন থেকে পাঁচ টাকা বাড়িয়েছেন বিক্রেতারা।

এতে ভোক্তাদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, গত দুই সপ্তাহে মিল পর্যায়ে মিনিকেট চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এর প্রভাবে খুচরা ও পাইকারিতেও দাম বেড়েছে।

কাক

আজকের পত্রিকার প্রধান শিরোনাম- নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় ভারত-চীন।

এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিন মাস আগে এক সপ্তাহের ব্যবধানে কথা হয়েছিল চীন ও ভারতের দুই শীর্ষ নেতার।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে, তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের মাধ্যমে অন্তত বরফ গলতে শুরু করবে, এমন আশাবাদ ছিল সরকারের।

অন্যদিকে, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সুযোগে চীনের সঙ্গে সম্পর্কের পালে জোর হাওয়া লাগার আশা জাগে সরকারের অনেকের ভেতর।

কিন্তু বাস্তবে দুই আঞ্চলিক পরাশক্তির কারও সঙ্গেই সম্পর্ক তেমন এগোচ্ছে না।

বাংলাদেশের কূটনীতিকেরা মনে করছেন, দিল্লি থেকে একের পর এক বিভ্রান্তিকর সংকেত আসছে। ভারতের বিশেষজ্ঞরা বাংলাদেশের সঙ্গে 'সম্পর্ক মেরামতের' পরামর্শ দিচ্ছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও মাঝেমধ্যে ভালো ভালো কথা বলে।

কিন্তু বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে তার উল্টো। পুশ ইন ও সীমান্ত হত্যা চলছে। নিয়মিত কিছু বৈঠক চেয়েও কোনো সাড়া মেলে না। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্পর্কের বরফ গলানো কঠিন হয়ে পড়েছে।

আপ

ভোটকেন্দ্র স্থাপনের ক্ষমতা হারালেন ডিসি-ইউএনও- সমকাল পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত শিরোনাম এটি।

এখানে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 'ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫' জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এবারের নীতিমালায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রধান করে কমিটি করার বিধান বাদ দেওয়া হয়েছে।

অনেক দিন ধরেই ভোটকেন্দ্র স্থাপনের কাজটি ইসির কর্মকর্তারা করে আসছিলেন। তবে গত সংসদ নির্বাচনের আগে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এ কাজে প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের যুক্ত করে।

এ জন্য নীতিমালা সংশোধন করে ডিসি ও ইউএনওদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল। তখন এটি নিয়ে সমালোচনা হয়।

নতুন নীতিমালায় ভোটকেন্দ্র স্থাপনের ক্ষমতা ফিরে পেলেন ইসির কর্মকর্তারা।

স

এতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। এ হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর মামলার এজহারভুক্ত প্রধান আসামি ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাসিবুর রশীদ বাচ্চুসহ চারজন ঊর্ধ্বতন অবস্থানে থেকে যৌথভাবে আবু সাঈদকে হত্যার নির্দেশনা দেন।

এরই পরিপ্রেক্ষিতে এএসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যদের মাধ্যমে গুলি চালিয়ে আবু সাঈদকে হত্যা করা হয়।

এ সময় কমপক্ষে চারজন আন্দোলনকারী আহত হন। এছাড়া অন্য ২৬ আসামি তাদের নিজ নিজ অবস্থান থেকে এ হত্যাকাণ্ড, আক্রমণ ও নির্যাতনে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহায়তা করেন।

হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনে বাধ্য করেন আসামিরা।

আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে (ফরমাল চার্জ সংক্রান্ত প্রতিবেদন) উঠে এসেছে এসব তথ্য।

যু

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ- প্রথম আলো পত্রিকার প্রথম পাতার শিরোনাম এটি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে তাঁরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

সেই সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তাঁরা।

বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও ওই ফোনালাপের খবর প্রকাশ করা হয়।

সেখানে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের বরাত দিয়ে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ (সোমবার) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন।

প্রআ

জুলাই অভ্যুত্থান: পুরনো বন্দোবস্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ- বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম এটি।

এখানে বলা হয়েছে, এক বছর আগের এই দিনে তরুণ শিক্ষার্থীদের কণ্ঠে যে স্লোগান উঠেছিল, সেটিই পরবর্তী ৩৬ দিনে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পতন ঘটায়, যে রক্তক্ষয়ী অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন সহস্রাধিক মানুষ। হাত, পা, চোখ হারানোসহ আহত হয়েছেন অন্তত ২০ হাজার ছাত্র-জনতা।

সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও এখনো বাংলাদেশের শাসন ব্যবস্থা পুরনো বন্দোবস্তেই ঘুরপাক খাচ্ছে। রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি স্তরে আঁকড়ে থাকা ঘুস, দুর্নীতি ও আমলাতন্ত্রেরও অবসান হয়নি।

শেখ হাসিনার দিয়ে যাওয়া ২০২৪-২৫ অর্থবছরের বাজেট শেষ দিন পর্যন্ত টেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য যে বাজেট ঘোষণা করেছে, সেটাও আগের সরকারের মতো গতানুগতিক বলে সমালোচনা রয়েছে।

ববা


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder