Image description

গণ অধিকার পরিষদের (জিওপি) উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মাজাভাঙা, তা ইতোমধ্যে প্রমাণ হয়েছে। তিনি দেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।’

আবু হানিফ বলেন, ‘গত কয়েক দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, তা হলো আন্দোলন চলাকালীন র‍্যার-১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিনের। র‍্যাব-১০-এর অধিনায়ক যাত্রাবাড়ীতে আন্দোলন দমনে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন।

সেটি গণমাধ্যমে এসেছিল।’

তিনি বলেন, ‘কিন্তু দুঃখজনক বিষয়, এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বরং তাকে পুরস্কৃত করেছে। তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ রবিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এসব কথা বলেন আবু হানিফ।

তিনি বলেন, ‘এমন একজন অফিসার কিভাবে বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পান, সেটা আমাদের প্রশ্ন। আজকে বিপ্লবে অংশগ্রহণকারীদের ওপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে।

অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আপনাদের বলব, জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাও টিকতে পারেনি। আপনারা যদি জনগণের বিপক্ষে যান, তাহলে আপনারাও টিকতে পারবেন না।’