রাজনৈতিক অস্থিরতার বড় প্রভাব পড়েছে বাংলাদেশের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে। গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি কমে এক দশমিক ৮১ শতাংশে নেমেছে।
এর আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরের ওই একই প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছয় দশমিক ০৪ শতাংশ।
আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ তথ্যে এই চিত্র পাওয়া গেছে।
বিবিএসের তথ্যে দেখা যাচ্ছে, গত বছর জানুয়ারি মাস থেকে টানা তিন প্রান্তিক ধরেই জিডিপির প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। এই খাতে প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক ১৬ শতাংশ।
অন্যদিকে, ওই প্রান্তিকে সেবাখাতে প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক ৫৪ শতাংশ, যা আগের বছর ছিল পাঁচ দশমিক ০৭ শতাংশ।
উল্লেখ্য, বাংলাদেশের ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ছয় দশমিক ৭৫ শতাংশ। যদিও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যবর্তী হিসাবে চার শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
সূত্র : বিবিসি