বিসিবিতে কাজ করার সুযোগ দেওয়া, না দেওয়া নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে আগেই। এখন সেটা প্রকাশ পাচ্ছে। পরিচালক নাজমুল আবেদীন ফাহিম যেমন নিজেকে উপেক্ষিত মনে করছেন। গতকাল যমুনা টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। স্বাধীনভাবে কাজের সুযোগ পাচ্ছেন না, এমতাবস্থায় বিসিবি ছেড়ে দেওয়া সমীচীন বলে মন্তব্য করেছেন বিকেএসপির সাবেক কোচ ফাহিম।অভিজ্ঞ এই কোচের অভিযোগ বিসিবি সভাপতি ফারুক তাকে ‘ফানি’ আখ্যা দিয়েছেন। বোর্ড সভাপতি হতে চান কিনা প্রশ্ন তুলেছেন। এমন দুর্ব্যবহারে পদত্যাগ করার ইঙ্গিতও দিয়েছেন ফাহিম। তবে সমকালকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এটা ভুল বোঝাবুঝি। তবে স্বীকার করেছেন, ‘কাজ করা কঠিন’ এমন মন্তব্য করেছেন সাকিব-মুশফিকদের কোচ খ্যাত ফাহিম।
দু’জনের মধ্যে বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল থেকেই ৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী দিনে প্রেসিডেন্ট বক্সে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর রেশ কাটতে না কাটতেই ফাহিমকে উদ্দেশ করে সভাপতি বলেছেন, ‘ইউ অ্যাক্টিং লাইক ফানি? বিসিবি সভাপতি হতে চান, আসেন বানিয়ে দিই।’ ফাহিমের যে বিষয়টি ভালো লাগেনি। বিষয়টি নিয়ে সাক্ষাৎকারে বলেন, ‘আমি নির্দিষ্ট করে বলতে চাই না, মন্তব্যটি কী ছিল। ক্রিকেট বোর্ড সভাপতি বুঝিয়ে দিয়েছেন, তিনি আমাকে বিশ্বাসে নেননি। আমি জানি না, সভাপতি কেন আমার ব্যাপারে মন্তব্য করেছেন। আমি মোটেই আশা করিনি মন্ত্রণালয়ের মানুষ, বাইরের মানুষ ও বোর্ডের অন্য পরিচালকদের সামনে এ রকম মন্তব্য করবেন। সম্প্রতি যে দু’জন এসেছি, তাদের মধ্যে আমি একজন, তিনি একজন। আমাদের একসঙ্গে কাজ করার কথা। সেখানেই কিনা এ রকম একটা মন্তব্য করেছেন তিনি।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, বোর্ডে না থাকলে ভালো। কাজ করতে না পারলে বাইরে থাকা ভালো। বোর্ডে থাকাটা আমার জন্য জরুরি নয়। আমার মনে হয়, কাজ করার স্বাধীনতা থাকা জরুরি।’বিসিবিতে কোন্দল নিয়ে সভাপতিকে সিলেটে সংবাদ সম্মেলনও করেছেন। সমকালকে ফোনে তিনি বলেন, ‘পুরোটাই ভুল বোঝাবুঝি। আমি নিজের অবস্থান পরিষ্কার করেছি।’ ফাহিমের পদত্যাগ করতে চাওয়া নিয়ে প্রশ্ন করা হলে ফারুক বলেন, ‘পদত্যাগ করতে চাননি। বলেছেন, কাজ করা কঠিন। পদত্যাগ করতে চান এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরোনো। আমার মনে হয়, মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত।’