সদ্য প্রয়াত বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র হিন্দু না মুসলিম? এই প্রশ্ন অনেকের মনে। প্রশ্ন উঠার কারণও আছে। সেটি হলো তার নাম। হিন্দু পরিবারে জন্ম নেওয়া প্রবীর মিত্র যে ধর্ম পাল্টেছিলেন, বিষয়টি নিজেই খোলাসা করেছিলেন।এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র জানয়েছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমি তো কনভার্ট হয়েই ওকে (স্ত্রী) বিয়ে করেছিলাম। তখন মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনো সে ধর্মেই আছি।’কথোপকথনের একপর্যায়ে ধর্ম নিয়ে জানতে চাইলে প্রবীর মিত্র জানান, বিয়ের সময় মুসলমান হিসেবে কনভার্ট হয়েই বিয়ে করেছিলেন। সেই সূত্র ধরেই মাঝে খবর ছড়ায় প্রবীর মিত্র মুসলমান হয়েছেন। তবে ধর্ম নিয়ে প্রবীর মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ‘ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষ সবার উপরে।’
অভিনেতার পারিবারিক সূত্র জানিয়েছে, বিয়ের সময় প্রবীর মিত্র নিজের নাম পরিবর্তন করে হাসান ইমাম রেখেছিলেন। যদিও চলচ্চিত্র যাত্রার শুরু থেকে মৃত্যু পর্যন্ত তিনি প্রবীর মিত্র নামেই সারাদেশের মানুষের কাছে সুপরিচিত ছিলেন।রবিবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খ্যাতিমান এই অভিনেতা।দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীর মিত্র। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মারা গেলেন দুই সপ্তাহের মাথায়।চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, প্রবীর মিত্র ভাই মুসলমান ছিলেন। সেই ধর্ম অনুযায়ী তার জানাজা এবং দাফন হবে।মিশা সওদাগরের দেওয়া তথ্যমতে, সোমবার প্রবীর মিত্রের প্রথম জানাজা হবে এফডিসিতে, এরপর চ্যানেল আই প্রাঙ্গণে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।প্রবীর মিত্রের স্ত্রী অজান্তা মিত্র মারা যান ২০০০ সালে। তার তিন ছেলে মিথুন মিত্র, সিফাত ইসলাম, সামিউল ইসলাম। এক মেয়ে ফেরদৌস পারভীন। এদের মাঝে সামিউল মারা গেছেন।
(ঢাকাটাইমস