বেফাঁস মন্তব্য করা যেন রক্তে মিশে গেছে অভিজিৎ ভট্টাচার্যের। একসময় গান গেয়ে যে সম্মান কামিয়েছেন তা উবে গেছে বহু আগেই। এবার হয়ত জেলের ভাতও খেতে হতে পারে ভারতের বাঙালি গায়ককে। বলিউডের তারকাদের নিয়ে মেতে থাকা অভিজিৎ এবার কাণ্ডটা বাঁধিয়েছেন ভারতের জাতীর জনককে নিয়ে। মহাত্মা গান্ধীকে পাকিস্তানের ‘বাবা’ বলে উল্লেখ করেছেন।
ওই বক্তবের পর সমালোচনা যা হবার হয়েছে। অভিজিৎ পেয়েছেন আইনি নোটিশ। শুনেছেন মামলার হুমকিও। পুনের আইনজীবী অসীম সারোদে অভিজিৎকে লিগাল নোটিশ পাঠিয়েছেন। আইনজীবী জানিয়েছেন, অভিজিৎ তার মন্তব্যের জন্য লিখিতভাবে ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা শুরু করবেন।
সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, ‘মহাত্মা গান্ধী ভারতের পক্ষে ছিলেন না। তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন। ভুল করে তাকে জাতির জনক হিসাবে বর্ণনা করা হয়। ভারত তো শুরু থেকেই ছিল, পাকিস্তান তৈরি করা হয়েছিল। তিনি ছিলেন সৃষ্টিকর্তা। বাবা ছিলেন, পিতামহ ছিলেন তিনি, দাদা ছিলেন তিনি...।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিজিৎ এর এমন বিতর্কিত মন্তব্যে তার ভক্তরা সবাই অবাক হয়েছেন। গায়ক সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন।’ তাতে বাড়ে বিতর্ক। এবার আইনি নোটিশ শুনেছেন অভিজিৎ।নব্বইয়ের দশকে শাহরুখ খানের কণ্ঠ হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিজিৎ। শাহরুখের কণ্ঠে ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’, ‘চাঁদ তারে’, ‘তৌবা তুমহারে ইয়ে ইশারে’, ‘আই অ্যাম দ্য বেস্ট’-এর মতো সফল গান গেয়েছেন বাঙলি গায়ক।