প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং ৯ লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো শেখ পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে মামলা করল দুদক।
রোববার (৫ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের প্রভাবশালী এই নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় ৯ লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। এ ছাড়া স্ত্রীসহ তাপসের বিরুদ্ধে ব্যাংকে ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ।
এর আগে গত ৮ অক্টোবর সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তার স্ত্রী আফরিন তাপস শিউলি, ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাদের ব্যক্তিমালিকানাধীন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।