জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, 'জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি এহসান এক ফেসবুক পোস্টে জানিয়েছেন গণ অধিকারপরিষদের সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় আমি জড়িত। তার এ কথাটা শুনে আমার মনে হয়েছে যে, এটা সম্ভবত কোনো ওহি নাযিল হয়েছে| এটার সাথে আমার বিন্দুমাত্র সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। সে জায়গা থেকে আমার মনে হয়েছে, সবার সব কথা পাত্তা দেওয়ার দরকার নেই।'
রবিবার (৫ জানুয়ারি) ফারুক হাসানকে হাসপাতালে দেখতে গিয়ে গণমাধ্যমের কাছে এসব কথা বলেছেন সারজিস আলম। এ সময় ফারুক হাসানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
সারজিস বলেন, 'কে বা কারা এই ঘটনার সাথে জড়িত, ভালোভাবে তদন্ত করা হলে সেটা বেরিয়ে আসবে। আমি চাই আসল সত্যিটা বেরিয়ে আসুক। তা না হলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও ঘটবে, এভাবে চলতে পারেনা। এরকম ছোট ছোট ঘটনা থেকেই বড় ঘটনার সৃষ্টি হয়।'
এটি নির্বাচনকেন্দ্রিক কোনো চক্রান্ত কিনা জানতে চাইলে সারজিস বলেন, 'এভাবে সরাসরি বলে দেওয়া যায় না যে এটি নির্বাচনকেন্দ্রিক চক্রান্ত। কিন্তু যখন কোনো রাজনৈতিক দলের আহ্বায়ক এরকম অবিবেচনাপ্রসূত কোনো কথা বলে তখন আমাদের মনে হয় যে এটা কোনো ষড়যন্ত্রের গন্ধ বা উসকানি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এগুলো বন্ধ হওয়া উচিত এবং এর বিচার হওয়া উচিত।'
তিনি আরও বলেন, 'খোমেনি এহসান জাতীয় বিপ্লবী পরিষদকে জুলাই বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল হিসেবে দাবি করেছেন। কিছুদিন আগে তারা একটি প্রোগ্রামের আয়োজন করেছিলেন। সেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিলেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে আমার কাছে যখন আমার আহত ও শহীদ পরিবারের সদস্যরা সেখানে যাবেন কিনা জিজ্ঞেস করেন, তখন আমি তাদের একটি ভয়েস মেসেজ দিয়েছিলাম।'
সেখানে স্পষ্টভাবে বলেছিলাম কেন আপনারা একটি রাজনৈতিক দলের হয়ে যাবেন, আপনারা তো পুরো বাংলাদেশের। আপনাদের সম্মানের জায়গাটা সারা দেশের কাছে রয়েছে। যখন আপনারা জাতীয় বিপ্লবী পরিষদের কাছে যাবেন, তখন আপনারা একটি পক্ষের হয়ে যাবেন। বাকি রাজনৈতিক দলগুলো তখন মনে করবে আপনারা তাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন। আমরা আহত ও শহীদ পরিবারের সাথে এই বিভাজন চাই না। আপনারা একটা প্লাটফর্মে থাকবেন। আপনারা যেকোনো প্রোগ্রাম করতে চান সেটা শহীদ মিনারে হোক, সোহরাওয়ার্দী উদ্যানে হোক বা অন্য যেকোনো স্থানে হোক আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আপনাদের সহযোগিতা করব। সম্ভবত এই সূত্র ধরে খোমেনি এহসান আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন।'
তিনি আরও বলেন, আমরা যদি ইউনাইটেড (একত্রিত) থাকি, তাহলে এ রকম যেকোনো ঘটনা আমরা প্রতিরোধ করতে পারবো।'