Image description
 

চীনের তাইবেত শিগাৎসে শহরে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। 

ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এতে ব্যাপক ক্ষতি হতে পারে। 

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০০৮ সালে দেশটি সিচুয়াং প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ৭০ হাজার মানুষের মৃত্যু হয়। 

 

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে শিগাৎসে ২০০ কিলোমিটারের মধ্যে ৩ বা তার থেকে বেশি মাত্রায় প্রায় ২৯টি ভূমিকম্প আঘাত হানে। 

প্রসঙ্গত, ২০১৫ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ৯ হাজার মানুষ নিহত হয় এবং আহত হয় হাজার হাজার মানুষ।