Image description

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না বলে মনে করেন বাংলা একাডেমির সভাপতি প্রফেসর আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, কোনো হত্যাকাণ্ডই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি ছাড়া হয়নি। গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল কাসেম ফজলুল হক এসব কথা বলেন।

আওয়ামী লীগ আমলে ভিন্নমত পোষণকারীদের নির্মমভাবে দমন করা হতো উল্লেখ করে প্রফেসর আবুল কাসেম ফজলুল হক বলেন, তারা (আওয়ামী লীগ) গুম, হত্যা, টর্চার সেল ও আয়নাঘরের মতো নির্যাতনকেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘন করেছে। পঁচাত্তরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে চব্বিশে এসে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হতো না।

আওয়ামী লীগের রাজনীতি ধাপে ধাপে দূষিত হয়েছে বলেও মনে করেন বাংলা একাডেমির সভাপতি। তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ বিচারব্যবস্থাকে বিতর্কিত করে দলীয় বিবেচনায় বিচারকদের নিয়োগ দিয়েছে। হাইকোর্ট ডিভিশন ও সুপ্রিমকোর্ট থেকে যেসব রাজনৈতিক মামলার রায় হয়েছে, সেসবের প্রতি মানুষের আস্থা ছিল না। ফলে বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যায়।

শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের নায়ক করতে গিয়ে অনেক জাতীয় নেতার অবদান ইতিহাস থেকে আওয়ামী লীগ মুছে ফেলেছে অভিযোগ করে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে চুয়াত্তরে দুর্ভিক্ষ হয়েছিল। সে সময় প্রতিদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক ক্ষুধার্ত মানুষকে মারা যেতে দেখা গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, আওয়ামী লীগের সামাজিক ও রাজনৈতিক পরাজয় ঘটেছে।

এই ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের হারিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকেরা বিজয়ী হয়েছেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।