
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আমি ভেবেছিলাম ঈদের আগের দিন জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এমন কিছু কথা বলবেন যার মাধ্যমে আমাদের জাতীয় ঐক্য আরো দৃঢ় হবে। কিন্তু তিনি করেছেন উল্টোটা। তিনি এমন কিছু কথা বলেছেন যার মাধ্যমে আমাদের জাতীয় জীবনে বিভেদকে আরো তীব্র করে তুলেছেন। গতকাল ‘কথা’ নামে নিজের ফেসবুক পেজে এসব কথা বলেছেন মাসুদ কামাল।
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে গত ১৫ বছর ধরেই আমি বলে এসেছি যে আওয়ামী লীগ দেশটাকে বিভক্ত করে দিচ্ছে। তুমি আওয়ামী লীগ করো, তুমি জামায়াত করো, অতএব তুমি আমাদের লোক না, তুমি এদেশে থাকতে পারবা না, তুমি দেশকে ভালোবাসো না— এই তত্ত্বের মাধ্যমে তারা দেশকে বিভক্ত করে দিয়েছিল। সেই বিভক্তির হাত থেকে বাজার জন্যই আমরা আন্দোলন করেছিলাম। ড. ইউনূস সাহেব এসে সেই বিভক্তিকে আরো শার্প করেছেন, আরো তীক্ষ্ণ করেছেন।
মাসুদ কামাল বলেন, বন্দর নিয়ে, মানবিক চ্যানেল নিয়ে তিনি যেভাবে আত্মপক্ষ সমর্থন করেছেন সেটা আমরা আগের সরকারের সময় দেখেছি। বন্দর ইস্যুতে তিনি বলেছেন, যাদের দায়িত্ব দিচ্ছেন তাদের দেওয়াই উচিৎ, অনেক দেশে তারা এই কাজ করেন। সবই মেনে নিলাম কিন্তু এদের চেয়ে ভালো কোম্পানি আর নেই?
তিনি আরো বলেন, ধরুন আপনি চট্টগ্রাম যাবেন।
মাসুদ কামাল আরো বলেন, ভয়ংকর ভাষা আপনার। আপনি বলেছেন— ‘আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা ও অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন।’ এটা আপনি বলতে পারেন? এটার বিরোধিতা কে করেনি? বিএনপি বলেছে, আপনি বিএনপিকে প্রতিহত করতে বলেছেন। আর্মি বলেছে, আপনি আর্মিকে প্রতিহত করতে বলেছেন। আপনি জনগণকে বিএনপি এবং আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন।
তিনি আরো বলেন, আপনার পকেটে থাকা তিনটা দল— জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপির মতো কিছু খুচরা দল যারা সংখ্যায় চার পাঁচের বেশি হবে না, তারা ছাড়া আর সবাইকে আপনার প্রতিহত করতে হবে? আপনার এই দলগুলো প্রতিহত করতে পারবে? আপনি তো দেশে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন। আপনার এক উপদেষ্টা মাহফুজ আলম বলেছিল— গৃহযুদ্ধ হবে। আপনি তো গৃহযুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন দেশে।