কুমিল্লার নাঙ্গলকোট জসীম উদ্দিন (৩৫) নামের এক সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে যৌথবাহিনীর কাছে সৌপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলার ঢালুয়া ইউপির চৌকুড়ী বাজারে এ ঘটনা ঘটে। ওই সন্ত্রাসী পার্শ্ববর্তী সাতবাড়ি ইউপির বছির আহাম্মদের ছেলে।
মাসজুড়ে তীব্র শীতের শঙ্কা, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতেমাসজুড়ে তীব্র শীতের শঙ্কা, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে
এ বিষয়ে ঢালুয়া ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, সন্ত্রাসী জসীম উদ্দিন গত একমাস থেকে চৌকুড়ী বাজার এলাকায় বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করে আসছে। মানুষ আমার কাছে এসব ঘটনায় অভিযোগ করে। জসীম উদ্দিনকে তা জিজ্ঞাসা করায় তিনি হুমকি ধমকি দেন। এ ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী মোস্তফার দোকানে গিয়ে তাকে পিস্তল ঠেক দিয়ে চাঁদা দাবি করে। পরে স্থানীয় লোকজন ঘটনাটি দেখে তাকে ধাওয়া দিয়ে আটক করে গণধোলাই দিয়ে যৌথবাহিনীকে খবর দেয়। পরে যৌথবাহিনী এসে জসীম উদ্দিন উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, এলাকাবাসী জসীম উদ্দিনকে আটক করে গণধোলাই দিয়ে যৌথবাহিনীকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। তার কাছ থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। অস্ত্র আইনের মামলার প্রস্তুতি চলছে। উৎস: দেশরুপান্তর।