Image description

ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদে নতুন ভোটার যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিদ্যমান ভোটার নিয়ে এখন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২।

সবশেষ গত বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে ১৮ লাখের বেশি। ২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হবে, এ বছরের হালনাগাদের সময় তারা যুক্ত হল।