Image description

মুক্তি পাচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। যুদ্ধাপরাধ মামলায় দেওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের অনুলিপি কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ (বুধবার, ২৮ মে) সকালে তিনি কারামুক্ত হচ্ছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ—যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ—সেই বেঞ্চের রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে পাঠানো হয়েছে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আজহারুল ইসলাম।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে জানান, “রায়ের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে প্রিজন সেল থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সকালে সকল আনুষ্ঠানিকতা শেষ করে তাকে মুক্তি দেওয়া হবে।”

এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শীর্ষনিউজকে জানান, দলীয়ভাবে বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে আজহারুল ইসলামকে প্রিজন সেলের বাইরে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হবে।

উল্লেখ্য, এটিএম আজহারুল ইসলামকে ২০১৪ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে খালাস প্রদান করে।

শীর্ষনিউজ