
Rumi Ahmed (রুমি আহমেদ)
প্রেসিডেন্ট জিয়া কে হত্যা করার পর মেজর জেনারেল মঞ্জুর যখন প্রথম বেতার ভাষণ দিলো- সে সদর্পে ঘোষণা করেছিল "দেশ আজ ভারতীয় দালাল এর হাত থেকে মুক্তি পেয়েছে! দেশ আজ ভারতের রাহুমুক্ত"!
১৯৬৯, ৭০, ৭১ সালে আমাদের স্বাধীনতার পক্ষে যারা কাজ করেছেন; কথা বলেছেন এবং যুদ্ধ করেছেন -পাকিস্তানি মিডিয়া এবং স্বাধীনতা বিরোধীরা তাদের গণহারে ভারতীয় এজেন্ট হিসেবে প্রচারণা চালাতো! আমাদের সেনাবাহিনীর যেইসব অফিসাররা বিদ্রোহ করলেন - পাকিস্তান সরকারি ভাষ্যে / এবং রাজাকার দের ভাষ্যে তারা সবাই রাতারাতি হয়ে গেলেন ভারতের চর!
ফাস্ট ফরওয়ার্ড - ৭২-৭৫: জাসদের হঠকারী রাজনীতি আর মুজিবের অপশাসন| মুজিব সরকার জাসদ / সিরাজ শিকদার দের বলে ভারতের দালাল আর জাসদ মুজিব সরকার কে বলে ভারত কন্ট্রোল্ড সরকার! এই ভারতীয় দালাল প্রতিরোধ নিয়ে ক্যাচালে ভারতে চোরাচালান কন্ট্রোল এর দাবিতে জাসদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে! এই ক্রাউড ঠেকাতে পুলিশ গুলি করে পঞ্চাশ জন জাসদ কর্মী হত্যা করে!
তারপর ১৯৭৫! ভারত বিরোধিতার রাজনীতির গ্ল্যাডিয়েটরিয়াল সময়! ফারুক - রশিদ / তাহের -ইনু সবগুলো গ্রূপ ই মুজিব কে হত্যার পরিকল্পনা নিয়ে আগাচ্ছিলো - উদ্দেশ্য একটা - ভারতের দাস থেকে দেশকে উদ্ধার করা| ফারুক - রশিদ রা আগে গিয়ে কাজটা করতে পেরেছে এইই পার্থক্য| কিন্তু জূজূ ছিল একটাই- ভারত|
তারপর নভেম্বর - খালেদ মোশাররফ এর কাউন্টার ক্যু! ইমিডিয়েটলি তাহের গ্রূপ ছড়িয়ে দিলো বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশারফ ভারতের দালাল! "ভারতের দালাল" ওই এক তকমায় খালেদ এর মৃত্যু পরোয়ানা লিখা হয়ে গেলো| ৭ ই নভেম্বর এ সিপাহী জনতার বিপ্লব এর অন্যতম মূল ড্রাইভিং ফোর্স ছিল ভারতের আধিপত্য ভীতি| ৭৫-৮১ জিয়ার বিরুদ্ধে যে কটি ক্যু হলো - যে কটি গ্রূপ জিয়ার বিরুদ্ধে কাজ করছিলো - বেঙ্গল ল্যান্সার এর ইসলামিস্ট রা বা তাহের এর বিমান বাহিনীর সিপাই রা - সবাইকে এক মন্ত্রে ইনডকট্রিনেট করা হয়েছিল; জিয়া ভারতের দালাল/ ওকে হঠাতে হবে!
তাহের এর যখন বিচার হচ্ছিলো - আদালতে তার জবানবন্দিতে তাহের বারবার জিয়াকে ভারতের দালাল বলে বিষাদগার করেছে| একবার দুবার না - বার বার বার বার|
এরশাদ যখন জাস্টিস সাত্তার কে সরিয়ে ক্ষমতা দখল করলো - সেও সেই একই কথা বলছিলো - "ভারতের তাবেদার সরকার এর পতন হয়েছে! দেশ প্রেমিক সেনাবাহিনী দেশের দায়িত্ব নিয়েছে!"
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সজ্জন ভদ্র পলিটিশিয়ান - এতদিন তাকে ভারতের দালাল বলা হয়েছে! এখন সালাহউদ্দিন সাহেব সামনের সারিতে আসছেন - এখন উনি হয়ে গিয়েছেন ভারতের দালাল! ভারতে দশ বছর নির্বাসনে ছিলেন| জেলে ছিলেন বছরের পর বছর! দেশে ফিরতে পারেন নি কারণ তার পাসপোর্ট ইস্যু করে নি সরকার! এর আগে দুমাস গুম হয়ে ছিলেন!
আওয়ামী সরকারের আমলে শত প্রলোভন; চোখ রাঙানী; চাপ উপেক্ষা করে সুখরঞ্জন বালি বলে গিয়েছেন যে দেলোয়ার হোসেন সাঈদী নির্দোষ! গুম হয়ে গিয়ে ভারতে জেলে থাকলে কেউ ভারতের দালাল হয় না!
৩ আগস্ট এ সমগ্র জাতি আগ্রহ নিয়ে শুনেছে জেনারেল ওয়াকারের আশ্বাস - সেনাবাহিনী মানুষ কে গুলি করবে না| আর পাঁচই আগষ্টে তাঁর ভাষণের ঘোষণা শুনে সমগ্র জাতি উচ্ছাস করেছে - নফল নামাজ পড়েছে| ইউনুস সাহেব তিন দিন পরে এসেছেন - এই কয়দিন দেশটাকে ধরে রেখেছিলেন জেনারেল ওয়াকার|
এখন হঠাৎ করে জেনারেল ওয়াকার ভারতের দালাল হয়ে গিয়েছেন|
আল্লা আপনাদের অনেক বড় একটা মাথা আর ব্রেইন দিয়েছে| এতো বড় বেইন আর কোন প্রাণীর নাই! এই বেইন টাকে কাজে লাগান!
নিউজিল্যান্ড জনসংখ্যা ৫ মিলিয়ন - আর ভেড়ার সংখ্যা ২৪ মিলিয়ন!
আর যদিও আমাদের বাংলাদেশ এর জনসংখ্যা ১৭০ মিলিয়ন - আমার ধারণা এই ১৭০ মিলিয়ন এর ১৬৫ মিলিয়ন ই ভেড়া বা ভেড়ার বুদ্ধিমত্তা সম্পন্ন!
নিউ জিল্যান্ড এর মেষপালকরা বিশেষ হুইসেল দিলে হাজার হাজার লক্ষ লক্ষ মেষ / ভেড়া একদিকে দৌড় দেয়! নিউ জিল্যান্ড এর মেষপালক দের মতোই বাংলাদেশের কিছু মিথ্যুক ইউটিউবার আছে - যারা একটি কূ করে - সাথে সাথে বাংলাদেশ এর ১৬৫ মিলিয়ন ভেড়া শুরু করে দেয় " ইন্ডিয়ার দালাল; ইন্ডিয়ার দালাল,ইন্ডিয়ার দালাল"|
যেই কোন একটা বিশেষ এজেন্ডার পথে বাধা হয়ে দাঁড়াবে - সেই " ইন্ডিয়ার দালাল"